আরজিকরের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ মামলায় রাজ্যের আইনজীবীদের ভূমিকায় প্রশ্ন উঠল হাইকোর্টে। জানা গিয়েছে, এদিন এই মামলার শুনানিতে রাজ্যের কোনও আইনজীবী হাজির ছিলেন না। আর এই ঘটনায় রীতিমতো বিরক্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিশ গ্রহণের নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্যাতিতার পরিবার তাঁর দিকে আঙুল তুলেছেন, তাঁর পদত্যাগ চেয়ে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও।
ইতিমধ্যেই বিনীত গোয়েলের পুলিশ মেডেল কেড়ে নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।