The villagers want to change their village name. Because the name of the village is Saint Corona.This village is situated in Austria.
আন্তর্জাতিক

গ্রামের নাম পরিবর্তনের পক্ষে গ্রামবাসীরা

করোনার জেরে থমকে গিয়েছে বিশ্ব। চারিদিকে শুধু মৃত্যুমিছিল আর আতঙ্ক। শেষ কোথায় কেউ জানে না!‌ বিভিন্ন প্রান্ত থেকে শুধু খবর আসছে হাহাকারের। স্বজন হারানো বেদনার কান্না ঢেকে দিয়েছে সবকিছুকে। সঙ্গে জুটেছে লকডাউন অর্থাৎ গৃহবন্দি। এমন পরিস্থিতিতে নিজেদের গ্রামের নাম বদলে ফেলতে চাইছেন সমস্ত গ্রামবাসীরা। কিন্তু কেন?‌ কারণ, গ্রামের নামও যে ‘করোনা’! তাই এই সিদ্ধান্ত।
কোথায় এই গ্রাম?‌ জানা গিয়েছে, আল্পস পাহাড়ের পাদদেশে অস্ট্রিয়ার একটি ছোট্ট গ্রামের নাম ‘সেন্ট করোনা’। এখানে বসবাস করেন প্রায় ৪০০টি পরিবার। গ্রামের বাসিন্দারাও করোনা আতঙ্কে এখন গৃহবন্দি। ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে গ্রামেরও অনেকের শরীরে। তাই গ্রামের বাসিন্দারা নাম বদলের কথা ভাবছেন। এই কথা ভাবছেন ‘সেন্ট করোনা’র মেয়র মাইকেল গুরুবও।
এই গ্রামের মনোরম পরিবেশের কারণে অস্ট্রিয়ার এই ছোট্ট গ্রামটি বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সারা বছরই এখানে পর্যাটকদের আনাগোনা লেগে থাকে। এই গ্রামের অর্থনীতিও মূলত পর্যটনের ওপর নির্ভর। অস্ট্রিয়াতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে মারাত্মক অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন সেন্ট করোনা নামের এই গ্রামের বাসিন্দারা।