প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখতে পাওয়া যাবে বিক্রম- দিতিপ্রিয়াকে। জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়। আদিত্য সেনগুপ্তর পরিচালনায় একসঙ্গে দেখা যাবে তাদের। এটিই পরিচালক আদিত্যর প্রথম ছবি। সিনেমার নাম এখনও ঠিক হয়নি, তবে চিত্রনাট্যের কাজ শেষ। রোডট্রিপ এবং একটি প্রেমের গল্প নিয়েই তৈরি হচ্ছে চিত্রনাট্য। জানা গিয়েছে, খুব শিগগিরি শুটিং লোকেশন রেকি-তে যাচ্ছেন।
নিজের প্রথম ছবির মুখ্য চরিত্র হিসেবে আদিত্য বেছে নিয়েছেন বিক্রম ও দিতিপ্রিয়াকে। বাকি অভিনেতা এখনো চূড়ান্ত হয়নি। বিক্রম এবং দিতিপ্রিয়া দু’জনেই খুব ভাল অভিনেতা, সেটাই তাঁদের নির্বাচনের ক্ষেত্রে মাথায় ছিল জানালেন নবীন পরিচালক। আর একটা কারণ হল, আদিত্যর ভাবা চরিত্রের সঙ্গে একেবারে মিলে গিয়েছেন তাঁরা। লেখালিখি, থিয়েটার, অভিনয়, পরিচালনা বিষয়ে বরাবরই আগ্রহী ছিলেন আদিত্য। ‘প্রজাপতি বিস্কুট’-এর আগে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন কয়েকটি ছবিতে। ‘প্রজাপতি বিস্কুট’-এর পর তাঁকে আর সেভাবে অভিনয়ে পাওয়া যায়নি। কিন্তু স্ক্রিপ্ট লিখেছেন, টেলিভিশন ও ওয়েবের জন্য কিছু পরিচালনার কাজও করেছিলেন। এবার নিজের প্রথম ফিচার ফিল্ম তৈরি করতে চলেছেন।