কেন্দ্রকে আবার চমকে দিলেন বিজয় মালিয়া। ঋণখেলাপি পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে চমকপ্রদ প্রস্তাব দিলেন। তিনি এখন লন্ডনে রয়েছেন। বৃহস্পতিবার টুইট করে জানান, তিনি নিজের ১০০ শতাংশ ঋণ পরিশোধ করতে প্রস্তুত। যা একপ্রকার বড় চমক। করোনার জেরে এখন ভারতের অর্থনীতি ধসে গিয়েছে। এই পরিস্থিতিতে মালিয়ার প্রস্তাবে চমকে গিয়েছে কেন্দ্রীয় সরকার।
ইতিমধ্যেই করোনাভাইরাস এবং লকডাউনের জেরে সংকটে পড়া অর্থনীতির হাল ফেরাতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মালিয়া সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। যেখানে বিরোধীরা তুমুল সমালোচনা করেছে এই প্যাকেজের। আর মালিয়া দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ শোধ করে দেওয়ার প্রস্তাব জানিয়েছে। তবে তা নিঃশর্ত নয়।
ঠিক কী বলেছেন বিজয় মালিয়া? ঋণখেলাপি পলাতক এই ব্যবসায়ী টুইটারে লিখেছেন, কোভিড–১৯ ত্রাণ প্যাকেজের জন্য ভারত সরকারকে অভিনন্দন। যে পরিমাণ টাকা প্রয়োজন তার থেকেও বেশি তারা ছাপতে পারে। কিন্তু আমার মতো ছোট একজন ঋণী ব্যবসায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া ১০০ শতাংশ অর্থ ফিরিয়ে দিতে চাই। যা বরাবর অগ্রাহ্য করা হচ্ছে। দয়া করে আমার টাকা ফিরিয়ে নেওয়া হোক এবং আমার বিরুদ্ধে যাবতীয় মামলা তুলে নেওয়া হোক।
উল্লেখ্য, মে মাসেই মালিয়া যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে গিয়েছেন। লন্ডন হাইকোর্ট প্রতারণা এবং অর্থপাচার মামলার তদন্তে তাঁকে ভারতে প্রত্যার্পণ করার নির্দেশের বিরুদ্ধে তিনি সেখানকার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে তার আগেই একাধিকবার মালিয়া রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং কেন্দ্রের কাছে ঋণ মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
