টুকরো খবর দেশ

রামনবমীর অশান্তি ঘিরে উত্তাল বিহার বিধানসভা

রামনবমীকে কেন্দ্র করে তুলকালাম গোটা দেশে।

রামনবমীর অশান্তি নিয়ে বিধানসভায় আলোচনায় করতে গিয়ে বিজেপি বিধায়ক জীবেশ কুমারকে বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি, বিহারের শাসক রাজ্যের অশান্তি নিয়ন্ত্রণে অক্ষম বলেও দোষারোপ করেন তিনি। অভিযোগ, এর পরেই ওই বিধায়ককে বিধানসভা কক্ষ থকে বার করে দেন মার্শালেরা।

ঘটনাটির পর চার জন মার্শাল চ্যাংদোলা করে ওই বিধায়ককে বিধানসভা থেকে বের করে দেন। আর ওই বিধায়ক চিৎকার করে বলছেন, “বিরোধীদের সঙ্গে এ রাজ্যে এমনই আচরণ করা হয়।” বিহারে এখন শাসকের আসনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন সরকার। পড়শিরাজ্য পশ্চিমবঙ্গের মতোই বিজেপি সেখানে প্রধান বিরোধী দল। সম্প্রতি রামনবমীর মিছিল ঘিরে বিহারেও বেশ কিছু এলাকায় অশান্তি হয়েছে।

বুধবার বিহার বিধানসভায় সেই আলোচনা চলাকালীন সেখানে বিহারের বিজেপি নেতা তথা বিধায়ক জীবেশ কুমার এই অশান্তির জন্য দায়ী করেন শাসককেই। এমনকি, তারা অশান্তি রুখতে অপারগ বলেও মন্তব্য করেন জীবেশ। এর ফলশ্রুতিতে তাঁকে বার করে দেওয়া হয় বিধানসভা থেকে।