দেশ ব্রেকিং নিউজ

বিশ্বের দরবারে বাংলার গবেষকরা

বিজ্ঞানের জগতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জঙ্গলমহলের পিছিয়ে পড়া জায়গায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও যে বিশ্বের দরবারে স্থান করে নিতে পারেন, তা প্রমাণিত হল আবারও। কারণ, এই বিশ্ববিদ্যালয়ের একজন বা দু’জন নন, একসঙ্গে ৩৪ জন গবেষক নিজেদের গবেষণার জন্য বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্থান পেলেন।

বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে গবেষণা হয়, তার নিরিখে বিজ্ঞানীদের অবস্থান দেখা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্ববিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২১ সালের তালিকা অ‌নুযায়ী দেখা গেল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন বিজ্ঞানী এই তালিকায় স্থান পেয়েছেন।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিরিখে দেখা যাচ্ছে, প্রথম হয়েছেন নিউট্রোজেনোমিক্সের দেবীদাস ঘোষ। অঙ্ক বিভাগের মধুমঙ্গল পাল হয়েছেন দ্বিতীয়। বোটানির অমলকুমার মণ্ডল তৃতীয় হয়েছেন। বায়োলজির সোমনাথ রায় চতুর্থ। আর পঞ্চম হয়েছেন কেশবচন্দ্র মণ্ডল। এভাবেই বিভিন্ন বিভাগের ৩৪ জন গবেষক বিশ্বের তালিকায় জায়গা করে নিয়েছেন।
বাকি যে সব বিজ্ঞানীরা স্থান পেয়েছেন তাঁরা হলেন—দেবীদাস ঘোষ, শ্যামলকুমার মণ্ডল, ব্রজগোপাল বাগ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অমিয়কুমার পান্ডা, মইদুল হাসান, বিধানচন্দ্র পাত্র, অজয় মিশ্র, শঙ্করকুমার রায়, সুবলচন্দ্র মান্না, সুমনকুমার হালদার, সুদীপ্ত দোলই, অণির্বাণ বসু, কুন্তল চট্টোপাধ্যায়, সুরজিৎ ঘোষ, সন্দীপ চট্টোপাধ্যায়, মনোজিৎ ভট্টাচার্য, রামকৃষ্ণ মাইতি, চিরঞ্জীব জানা, দ্বীপান্বিতা কে দত্ত, অমলকুমার মণ্ডল, গণেশ ঘোড়ই, জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়, চন্দ্রদীপা ঘোষ, শঙ্কর সাহু, অমিতাভ পাল, সুমনা সরখেল, অরূপকুমার সরকার।

বিশ্বের দশজনের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরই তিনজন বিজ্ঞানী রয়েছেন। তবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন বিজ্ঞানী এই তালিকায় স্থান করে নেওয়ায় খুশির হাওয়া বিশ্ববিদ্যালয় জুড়ে।