নৈশভোজে নিমন্ত্রণ করেছিলেন মন্ত্রী। অভিনেত্রী সেই নিমন্ত্রণ ফিরিয়ে দেন। মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ বিষয়টি ঠিক সহজভাবে নেননি। তাই ঠিক এরপরেই অভিনেত্রীর সিনেমার শুটিং আটকে গেছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালানের নতুন ছবি ‘শেরনি’র শুটিংয়ের অনুমতি তিনি বাতিল করে দিয়েছেন।
বলিউড ডিভা বিদ্যা বালান ‘শেরনি’র শুটিং করার জন্য কয়েক সপ্তাহ ধরেই রাজ্যটিতে অবস্থান করছেন। সেখানকার একটি জঙ্গলে শুটিং হওয়ার কথা ছিল। আচমকাই প্রোডাকশন টিমের গাড়ি জঙ্গলে ঢুকতে বাধা দেওয়া হয়। অথচ আগে থেকে অনুমতি নেওয়া ছিল বলে জানিয়েছে টিম।
বালাঘাটের জেলা ফরেস্ট অফিসার ওই প্রোডাকশন টিমের গাড়ি আটকান। জানান, মাত্র দু’টি গাড়ি ভেতরে যেতে পারবে। সঙ্গে এও বলেন, তাদের শুটিংয়ের অনুমতি বাতিল করা হয়েছে।
জানা যায়, মধ্যপ্রদেশে শুটিং করছেন বিদ্যা বালান- এটা জেনে মন্ত্রী নৈশভোজে আমন্ত্রণ জানান। কিন্তু অভিনেত্রী তাতে রাজি ছিলেন না।
অবশ্য মন্ত্রী বিজয় শাহ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘‘আমি কোনও নিমন্ত্রণ পাঠাইনি। বরং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল, যেটা ব্যস্ততার কারণে ‘না’ করে দিয়েছি। বলেছি, এখানে নয়, মহারাষ্ট্রে দেখা করা যাবে। ডিনার বাতিল হয়েছে, শুটিং নয়।’’
অমিত মসুরকর পরিচালিত ‘শেরনি’ ছবিতে আরও আছেন ইলা অরুণ ও বিজয় রাজ। বিদ্যা বালান এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।