রিলস বানাতে গিয়ে কালিয়াচকের স্কুল পড়ুয়ার মৃত্যু। পুলিশি তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। রিলস বাড়ানোর সময় আচমকাই বন্দুক থেকে ছুটে যায় গুলি। আর সেই গুলিতেই মৃত্যু স্কুল পড়ুয়ার। মালদহে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরের নাম সামিউল ইসলাম। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বন্ধু সাফি আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ আরও জেনেছে, ঘটনার দিন সেভেন এমএম পিস্তল নিয়ে সামিউল (মৃত ছাত্র) ও তাঁর বন্ধু সাফি রিল তৈরি করছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার অর্থাৎ ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। সামিউল ও তার বন্ধু সাফি আলীই ছিল। তারা বাড়ির ছাদে রিল বানাতে উঠে এই কাণ্ড ঘটায়। শুরু হয় তদন্ত। শুরুতেই সামিউলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। সেটা খতিয়ে দেখে পুলিশ জানতে পারে ‘রিল’ বানাতে পারদর্শী ছিল সে। এরপরই পুলিশের কাছে স্পষ্ট হয়, সাফি আলী তার বন্ধু সামিউল ইসলামের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে, সেই সময় গুলি বেরিয়ে যায়। গুলির আঘাতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অষ্টম শ্রেণির ছাত্র সামিউল ইসলামের। কিশোরদের কাছে কীভাবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আসল? সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ কর্তারা।