ব্রেকিং নিউজ রাজ্য

ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল, শো-কজ অভিযুক্ত শিক্ষক

স্কুলের ভিতরেই এক ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যার জেরে অভিযুক্ত শিক্ষককে শোকজের নির্দেশ দেওয়া হল।

মুর্শিদাবাদের কান্দিতে নামুকান্দি হাইস্কুলে শিক্ষকের হাতে এক স্কুল ছাত্রের প্রহৃত হওয়ার ঐ ঘটনায় রীতিমত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে কান্দি শহরের নামুকান্দি হাইস্কুলে বিক্ষোভ দেখান ছাত্রের পরিবারের সদস্যরা। প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিও জানান তারা। শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষক নিজের ভুল স্বীকার করে নিলে পরিস্থিতি শান্ত হয়। যদিও বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয় এবং স্কুল থেকে ফিরে যায়।

জানা যায়, পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্কুলে লেখাপড়া করে। প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। এই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রোহিত শেখের অভিযোগ, স্কুল শেষে বাড়ি ফেরার সময় এই স্কুলেরই শিক্ষক শেখ শামসুজ্জামান অন্যায় ভাবে তাকে মারধর করে। এমন কি ঘটনার কথা বাড়িতে জানালে আরও মারধর করা হবে বলেও হুমকি দেয় শিক্ষক।

অপরদিকে এই ঘটনা ওই ছাত্র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানালে পরদিন স্কুল খোলার সাথে সাথেই পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা স্কুলে এসে বিক্ষোভ শুরু করে। এই ঘটনায় বহুক্ষণ নামুকান্দি হাইস্কুলের পঠন-পাঠন বন্ধ হয়। প্রায় দু’ঘণ্টা ধরে স্কুলের মধ্যে বিক্ষোভ করেন ছাত্রর পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।

যদিও অভিযুক্ত শিক্ষক শেখ শামসুজ্জামান জানিয়েছেন, “আমি ওদের মারতে চাইনি। ওরা আমার ছেলের মত। কিন্তু ওদের ব্যবহার ভালো ছিল না। তাই ওদের শাসন করেছি। আমি অন্যায় করেছি গায়ে হাত দিয়ে। যেটা আমার উচিত হয়নি।” যদিও স্কুলের প্রধান শিক্ষক শিষ মোহাম্মদ জানিয়েছেন, “কোথাও একটা ভুল হচ্ছে। আমি পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি।”