রাজ্য

নাম বদলাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের!‌

নেতাজি সুভাষচন্দ্র বসু’‌র জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে তাঁর ভাষণ দেওয়ার কথা। নেতাজির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এবার নয়া ভাবনা শুরু হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু’‌র নামে হতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যোগ হতে পারে আজাদ হিন্দ ফৌজের নামও। এমনটাই শোনা গিয়েছে।
একদিন আগেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালন করা হবে। আবার হাওড়া–কালকা মেলের নাম বদল করেছে ভারতীয় রেল। এই ঐতিহাসিক ট্রেনের নতুন নাম নেতাজি এক্সপ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসু’‌র জন্মদিবস নিয়ে যেভাবে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, সেই তরজাকে প্রকট করতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনের আগেই কালকা মেলের নাম পরিবর্তনের কথা টুইট করে জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
এখন প্রশ্ন, কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, ১৯৪১ সালে ব্রিটিশদের নজর এড়াতে বিহারের গোমো থেকে কালকা মেল ধরে ব্রিটিশদের চোখে ধুলো দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে কালকা মেল ট্রেনের নাম বদল করা হল। যদিও এই দিনটির নাম পরাক্রম দিবস রাখা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে।সেই বিতর্ককেই ডাকা দিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম নেতাজি মেমোরিয়াল করা হতে পারে বলে সূত্রের খবর।