রাজ্যসভার ১২ জন বিরোধী সাংসদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ উপরাষ্ট্রপতির। দিয়ে রাজ্যসভার কাজে বাধা দেওয়ার অভিযোগ। আর তাই বিরোধী দলের ১২ জন সাংসদের বিরুদ্ধে সংসদীয় কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ১২ জনের বিরুদ্ধে ব্রিচ অফ প্রিভিলেজের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখবে রাজ্যসভার সংসদীয় কমিটি।
জানা গিয়েছে, ১২ জন সাংসদের মধ্যে ৯ জনই কংগ্রেসের। সেই সঙ্গে রয়েছেন আপের ৩ সাংসদও। যে ৯ জন কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন-সৈয়দ নাসির হুসেন, কুমার কেতকর, ইমরান প্রতাপগড়ী, শক্তিসিং গোহিল, নারানভাই জে রথওয়া, এল হনুমন্থাইয়া, ফুলো দেবী নেতাম, জেবি মাথের হিশাম এবং রঞ্জিত রঞ্জন। অন্যদিকে,তিনজন আপ সাংসদ হলেন – সঞ্জয় সিং, সুশীল কুমার গুপ্তা এবং সন্দীপ কুমার পাঠক।
জানা গিয়েছে,রাজ্যসভার নিয়ম ও শিষ্টাচার ভেঙে কাউন্সিলের ওয়েলে নেমে স্লোগান দেওয়ার ফলে রাজ্যসভার কার্যাবলি ব্যাহত হচ্ছে,এই অভিযোগ আনেন চেয়ারম্যান ধনকড়। ইচ্ছাকৃত ভাবেই সংসদের কাজে পরিকল্পিত ভাবে বাধা দিচ্ছেন বলেই অভিযোগ ওই ১২ জন সাংসদের বিরুদ্ধে। রাজ্যসভার চেয়ারম্যানকে অধিবেশন মুলতুবি করতে বাধ্য করছেন সাংসদরা, এমনটাই অভিযোগ উঠেছে। শনিবার রাজ্যসভার তরফে জানানো হয়, বাজেট অধিবেশন চলাকালীন প্রবল বিশৃঙ্খলা করেছেন কয়েকজন সাংসদ। তাঁদের বিরুদ্ধেই ব্রিচ অফ প্রিভিলেজের অভিযোগ আনা হয়েছে।