আজ, শনিবার দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ প্রার্থী হিসেবে লড়ছেন জগদীপ ধনখড়। বিরোধী প্রার্থী হিসেবে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা। নয়াদিল্লির সংসদ ভবনে হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। ভোট দেবেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। এদিনই ঘোষণা করা হবে উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল। কেননা উপরাষ্ট্রপতি হিসেবে ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ ১০ আগস্ট শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী, তার আগেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট হচ্ছে ৬ আগস্ট।
এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল ঘাসফুল শিবির। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে কী ভোট দেবেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী? এই নিয়ে জল্পনা তুঙ্গে।
কাঁথির অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বর্তমানে কোনও সম্পর্ক না থাকলেও শান্তিকুঞ্জের পিতা-পুত্র এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ। আর সে কারণেই তাঁরা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
সূত্রের খবর, শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটদানে বিরত থাকার জন্যই দুজনকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
চিঠির বিষয়ে দুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে শুক্রবার দিল্লি পৌঁছে গিয়েছেন দুজনেই। সেক্ষেত্রে ভোটদানের সম্ভাবনা প্রবল। ভোটদানে তাঁরা বিরত থাকবেন না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।