ব্রেকিং নিউজ রাজ্য

পড়ুয়াদের বিরুদ্ধে অবস্থানে যাদবপুরের উপাচার্য

যাদবপুরে এবার পড়ুয়াদের বিরুদ্ধে অবস্থানে বসেছেন উপাচার্য, সহ-উপাচার্য, ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানরাও। বুধবার মধ্যরাত থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ ভবনের সামনে গাড়ি বারান্দায় ‘সত্যাগ্রহ’ অবস্থানে বসেছেন তাঁরা।

বৃহস্পতিবার দেখা গিয়েছে মাটিতে শতরঞ্জি পেতে শুয়ে নানা নথিপত্র দেখছেন উপাচার্য বুদ্ধদেব সাউ। বাকিরাও কেউ মাটিতেই বসে। কেউ আবার সিঁড়িতে। তাঁদের বক্তব্য, ছাত্র ছাত্রীদের একাংশ অন্যায্য দাবি নিয়ে কর্মসমিতির বৈঠকে এসেছিল। এরপর ঝামেলাও করেছে।

কর্মসমিতির বৈঠক বিঘ্নিত হওয়ায় কোনও বিষয়েই নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারছে না কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে এই অবস্থান। কর্তৃপক্ষ বার্তা দিতে চাইছে, তারা চাইলেও পড়ুয়াদের একাংশের কার্যকলাপের জন্য কোনও সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারছে না।

উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, “গান পয়েন্টে রেখে তো কোনও কাজ করা যায় না। আমরাও তো ছাত্রদের উপর গায়ের জোর দেখাতে চাই না। গায়ের জোর দেখাতে গেলে কখনওই তা আমাদের অধ্যাপকরা মেনেও নেবেন না। তাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আশা করি পড়ুয়ারা তাদের শুভবুদ্ধির পরিচয় দেবে।”