জীবনাবসান হল বর্ষীয়ান রাজনীতিবিদ জটু লাহিড়ির। শুক্রবার নিজের বাসভবনেই মৃত্যু হয় প্রবীণ এই প্রাক্তন বিধায়কের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। পরিবারের তরফে জানা গিয়েছে, গত বছরই বাথরুমে পড়ে গিয়েছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। এর জেরে গুরুতর চোট পেয়ে অনেকদিন ধরেই আইসিইউ-তে ছিলেন জটু লাহিড়ি। তারপর থেকেই শরীর আরও দুর্বল হয়ে পড়েছিল তাঁর। সে সময় জটু লাহিড়ির মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল বলেও জানা যায়। প্রয়াত বিধায়কের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছেন। এক মেয়েকেও হারিয়েছিলেন তিনি।
জটু লাহিড়ির রাজনীতি শুরু কংগ্রেস থেকেই। পরে মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। হাওড়া পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা ছিলেন দীর্ঘদিন। এছাড়াও ১৯৯১ থেকে ২০১৬ পর্যন্ত শিবপুর বিধানসভা কেন্দ্রে একটানা পাঁচ বারের বিধায়ক ছিলেন। এর আগে বিধানসভা নির্বাচনে তিনি দলের তরফে কোনও টিকিট পাননি। তাই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ।