বিনোদন ব্রেকিং নিউজ

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সমীর কক্কর

ঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। তাঁকে খোপড়ি নামেই চিনে এসেছে দর্শককুল। সেই খোপড়ি আর নেই। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা সমীর কক্কর। বুধবার ৭১ বছর বয়সে চলে গেলেন তিনি।

টেলিভিশনের পরিচিত মুখ সমীর কক্কর । ভারতে টিভির গোড়ার দিকে দর্শকদের নিখাদ বিনোদন দিয়ে যাওয়া নুক্কড় সিরিয়াল করেই খ্যাত হয়ে যান সমীর কক্কর। সেসময় নুক্কড় পেয়েছিল অসামান্য জনপ্ৰিয়তা। আশির দশকে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন সমীর কক্কর।নুক্কড় ছাড়াও সার্কাস সিরিয়ালে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন তিনি।সিনেমা অভিনেতা ও পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। হসি তো ফাসি, খেল শুরু তে অভিনয় করা সমীর কক্করের জীবনের সেরা অভিনয় সম্ভবত কমলের হাসানের সঙ্গে পুষ্পক চলচ্চিত্রে।

শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর সংজ্ঞাহীন অবস্থায় সমীরকে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই বুধবার ভোর ৪-৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একটি অধ্যায়ের অবসান তাঁর প্রয়াণে।।