১০ বছর পর কামদুনি ধর্ষণ মামলার রায় ঘোষণা হল। শুক্রবার বারাসতের কামদুনি গণধর্ষণ মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয়কুমার গুপ্ত-র ডিভিশন বেঞ্চ।
কামদুনি গণধর্ষণ কাণ্ডে তিন অভিযুক্তর ফাঁসির সাজা রদ করল কলকাতা হাইকোর্ট। তার পরিবর্তে মূল দুই অভিযুক্তকে ফাঁসির বদলে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য এক ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে বেকসুর খালাস করে দিল কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, ২০১৩ সালের ৭ জুন কলেজ থেকে ফেরার পথে এক ছাত্রীকে উত্তর ২৪ পরগনার কামদুনিতে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছিল। সেই ঘটনা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। অভিযুক্ত আট জনকে গ্রেফতার করা হয়।
ওই মামলায় ২০১৬ সালে ছয় জন অভিযুক্তর সাজা ঘোষণা করেছিল কলকাতা নগর দায়রা আদালত। দোষীরা তাদের সাজা মুকুবের আবেদন জানায় হাইকোর্টে। বিগত প্রায় পাঁচ মাস ধরে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শুনানির পর হয় শুক্রবার সেই মামলার রায় দেওয়া হল।