দেশ লিড নিউজ

ফের উত্তাল রাজ্যসভা, সাসপেন্ড তিন সাংসদ

আর তিন‌দিন পর দেশজুড়ে চাক্কা জ্যাম করবে কৃষকরা। তার মধ্যেই কৃষক আন্দোলন নিয়ে অবশেষে আলোচনায় রাজি হল কেন্দ্র। এতে সন্তোষ প্রকাশ করল বিরোধীরাও। কিন্তু শাসক–বিরোধীদের মধ্যে সম্প্রীতির পরিস্থিতি বেশিক্ষণ বজায় থাকল না। কারণ এই আলোচনা নিয়েই রাজ্যসভা উত্তাল হল। আম আদমি পার্টির তিনজন সাংসদকে আজ সাসপেন্ড করা হল। গতকাল চারজন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল।
বুধবার সভা শুরু হতেই কৃষি আইনের বিষয়টি উত্থাপন করে বিরোধীরা। কৃষক আন্দোলন নিয়ে অচলাবস্থা কাটাতে ৫ ঘণ্টার আলোচনা দাবি করে ১৬টি বিরোধী দল। সরকার তাতে চাপে পড়ে সম্মতিও দেয়। জানায় ৫ ঘণ্টা নয়, বিষয়টি নিয়ে ১৫ ঘণ্টা আলোচনা করতে রাজি তারা। তাতে রাজি হয় বিরোধী দলগুলিও। কিন্তু আলোচনা শেষ পর্যন্ত তর্কাতর্কিতে পৌঁছে যায়। সেটা হয় সরকারের অনড় মনোভাবের জন্যই।
রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ বলেন, ‘‌সরকার আমাদের প্রস্তাব গ্রহণ করেছে। আমরাও রাজি আছি বিষয়টি নিয়ে আলোচনা করতে। যদি ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের আগে বিষয়টি নিয়ে আলোচনা না হয় তা হলে সরকারের কাছে আর্জি জানাব যেন আলোচনার সময় আরও বাড়ানো হয়।’‌
তারপরই রাজ্যসভার চেয়ারম্যান যখন ঘোষণা করেন যে, কৃষকদের বিষয়টি নিয়ে আলোচনা হবে ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের পর, তখনই তীব্র প্রতিবাদ জানান আপ–এর ওই ৩ সাংসদ। তাঁরা স্লোগান দিতে শুরু করেন। বেঙ্কাইয়া নাইডু তাঁদের সতর্ক করে বলেন, ‘‌আমার ধৈর্য্যের পরীক্ষা নেবেন না। ২৫৫ নম্বর আইন মোতাবেক আপনাদের সাসপেন্ড করতে বাধ্য হব।’‌ সেই হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে সংসদের ভেতরে শোরগোল করায় ওই তিন আপ সাংসদকে সাসপেন্ড করেন নাইডু। %E