খেলাধুলা ব্রেকিং নিউজ

সেঞ্চুরি করে প্রয়াত ক্রিকেটার

প্রয়াত হলেন ভারতের সব থেকে বয়স্ক প্রথম শ্রেণির ক্রিকেটার বসন্ত রাইজি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। প্রয়াণের খবর জানান, তাঁর স্ত্রী ও দুই মেয়ে। চলতি বছরের জানুয়ারি মাসেই শতবর্ষে পা রাখেন রাইজি। তাঁর বাসভবনে গিয়ে ১০০ বছরের জন্মদিন পালন করেছিলেন দুই কিংবদন্তী ক্রিকেটার—শচিন তেন্ডুলকর ও স্টিভ ওয়া। রাইজির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন শচিন।
সংবাদসংস্থা পিটিআই–কে রাইজির জামাই সুদর্শন নানাবতী জানান, দক্ষিণ মুম্বইয়ের বাসভবনে শুক্রবার রাত ২টো ২০ মিনিটে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বার্ধক্যজনিত কারণেই রাইজির মৃত্যু হয়েছে। বরোদায় জন্ম হলেও তৎকালীন বম্বে রঞ্জি দলে ওপেনার ছিলেন বসন্ত রাইজি। পরে বরোদার হয়েও প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা গিয়েছিল তাঁকে। মোট ন’টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ২৭৭ রান করেছিলেন তিনি। গড় ছিল ২৩.০৮। ১৯৪৪ –৪৫ সালে বরোদার হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬৮ রানই তাঁর সর্বোচ্চ স্কোর। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ৫৩ রান করেছিলেন তিনি।
পরিবার সূত্রে খবর, শনিবার বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে রাইজির। খেলার বাইরে একজন ক্রিকেট বিশেষজ্ঞ ও ক্রিকেট ইতিহাসবিদও ছিলেন বসন্ত রাইজি। পেশাদার অ্যাকাউন্ট্যান্টও ছিলেন তিনি। অবসরের পর মুম্বইয়ের জলি ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন রাইজি। ক্রিকেট সম্পর্কিত বহু বইয়ের লেখকও তিনি।