বিয়ের কয়েক ঘণ্টা আগে বরুণ ধাওয়ান দুর্ঘটনার মুখে পড়লেন। বন্ধুবান্ধবরা গতকাল আয়োজন করেছিল একটি ব্যাচেলার পার্টির। বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের আসর বসছে আলিবাগের দ্যা ম্যানসন হাউসে। সেখান থেকেই কয়েক মিনিটের দুরত্বে ছিল ব্যাচেলার পার্টির আয়োজন। বরুণ ধাওয়ান ও তার বন্ধুরা গাড়ি নিয়েই যাওয়া আসা করছিলেন। রাতেই সেই পথে অভিনেতা দুর্ঘটনার কবলে পড়েন। তবে দুর্ঘটনা গুরুতর নয়। হবু বর একেবারে সুস্থ রয়েছেন। আঘাত লাগেনি তার। তবে গাড়ির সামান্য ক্ষতি হলেও, তেমন সাংঘাতিক নয় বলে স্থানীয় পুলিস জানিয়েছে। আজ দুপুরেই বিয়ের আসরে পৌঁছবেন তিনি। সকাল থেকে মেহেন্দি উৎসব ও গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়েছে। বিয়েতে বিশাল লোকসমাগম নয়। স্বল্প কিছু লোকজন বিয়েতে আমন্ত্রিত। তবে আমন্ত্রিতরা কোভিড রিপোর্ট দেখিয়ে ঢুকতে পারবেন বিয়ের আসরে।
সম্পর্কিত খবর
করোনার জন্য বিয়ের স্থান বদলে গেল
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বলিউডের তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান ২০১৯ সালে বিয়ের ঘোষণা দিয়েছিলেন
বরুণের বিয়ে নিয়ে কথা বললেন ডেভিড
Posted on Author নিজস্ব সংবাদদাতা
তারকাদের প্রেম নিয়ে চর্চা বলিউডে নতুন কিছু নয়
নীতু কাপুর-বরুণ ধাওয়ান করোনা পজিটিভ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বলিউডের দুই প্রজন্মের নায়ক অনিল কাপুর ও বরুণ ধাওয়ান করোনা পজিটিভ ফল হাতে পেয়েছেন