দেশ ব্রেকিং নিউজ

টানা বৃষ্টিতে জলভাসি উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য

একটানা বৃষ্টিপাত। এই বৃষ্টিতে জলভাসি উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য। অসম,মণিপুরের পাশাপাশি জলে ভাসছে মেঘালয়ের বিভিন্ন এলাকাও।

বৃহস্পতিবার থেকে এক নাগাড়ে বৃষ্টি। শুক্রবারও জারি ছিল বৃষ্টিপাত। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। জলে ভেসেছে রাস্তাঘাট। কোথাও বা হাঁটু জল, কোথাও বা জল জমেছে কোমর পর্যন্ত। বেহাল অবস্থা জল নিকাশি ব্যবস্থার। ভারী বৃষ্টির জেরে মেঘালয়ের শিলংয়ের একাধিক জায়গা কার্যত বানভাসি। স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল। ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা। পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করেছে। বিভিন্ন দিক থেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।

বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অসমেও। রাজ্যের একাধিক জায়গায় ভূমিধসের খবরও পাওয়া গিয়েছে। শনিবার অসমের দিমা হাসাও জেলায় একটি সড়ক জলের তোড়ে মাঝখান থেকে ভেঙে যায়।বন্যায় এখনও অবধি তিনজনের মৃত্যুর খবর মিলেছে। ছয়টি জেলায় প্রায় ২৫ হাজারেরও বেশি মানুষ বন্যায় ঘরছাড়া। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও সেনাবাহিনী।জেলা প্রশাসনের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাবাহিনী, প্যারা-মিলিটারি বাহিনী, এসডিআরএফ।

প্রসঙ্গত, গত বছরও ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল অসম। ব্রহ্মপুত্র নদীর জলস্তর বেড়ে গিয়ে একাধিক জেলা প্লাবিত হয়ে যায়। সেই সময় কমপক্ষে লক্ষাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কয়েক হাজার মানুষ ও গবাদি পশুও মারা গিয়েছিল সেই বন্যা পরিস্থিতিতে।