ব্রেকিং নিউজ রাজ্য

পড়ুয়াদের অনুরোধে বন্ধের দিনেও খোলা রাজ্যের বিভিন্ন স্কুল

আজ থেকে রাজ্যের সমস্ত স্কুল গুলিতে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তীব্র গরমে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ২ তারিখ থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশিকাকে উপেক্ষা করে সোমবার সকাল থেকে নৈহাটির বেশ কয়েকটি স্কুলে চলল পঞ্চম থেকে দশম শ্রেণীর পরীক্ষা। স্কুল ও অভিভাবকদের দাবি, তাদের অনুরোধেই স্কুল খোলা রেখে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, ছাত্রীদের অনুরোধে, মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে অমান্য করে চালু থাকল স্কুল, নেওয়া হল পরীক্ষা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের রত্নালি আদর্শ বালিকা বিদ্যালয়ে।

ইতিমধ্যে অসহ্য গরম ও তাপপ্রবাহের জেরে পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসে রাজ্য সরকার। ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাত্‍ সোমবার থেকেই বন্ধ থাকার কথা স্কুল। অভিবাবকদের দাবী, দীর্ঘ দেড়বছরের বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকার ফলে পড়ুয়াদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এবার পরীক্ষার আগে পরীক্ষা না নিয়ে স্কুল বন্ধ করলে পিছিয়ে পরবে ছেলেমেয়েরা। সেই কারণেই স্কুল খোলা রেখে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে বলে জানান অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ছবিটাই ধরা পড়ল আজ। অনেক স্কুল খোলা রেখে ছাত্র-ছাত্রীদের দাবি মেনে পরীক্ষা নিলেন শিক্ষকরা।