ব্রেকিং নিউজ

ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

এপ্রিল মাসের শুরুতে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। ঝড়-বৃষ্টি হলেও গরম আরও বাড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী দুই-তিনদিনে তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে পৌঁছাবে। সোমবার পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। সোম এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। হাঁসফাঁস গরমে কার্যত নাভিশ্বাস অবস্থা রাজ্যবাসীর।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত। সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। গত দু’দিনের ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। এদিকে, পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ রোদ ঝলমলে। ধীরে ধীরে গরমের দাপট বাড়ছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বাড়বে তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহ থেকে নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে।