রাজ্য লিড নিউজ

ফের আক্রান্ত ‘বন্দে ভারত’ এক্সপ্রেস, পাথরবৃষ্টির অভিযোগ

ফের ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে পাথরবৃষ্টি। অভিযোগ, মঙ্গলবার এনজেপিগামী ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগেই সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাঁচ ভাঙা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির সি.থ্রি এবং সি.সিক্স কামরা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। এই নিয়ে যাত্রা শুরুর পর তিনদিনের মধ্যে দ্বিতীয়বার ‘বন্দে ভারত’ এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হল।

এর আগে সোমবার বিকালে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী ‘বন্দে ভারত’ এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই বেশ কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। সেই ঘটনায় অপরাধীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছে। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চিড় ধরে গিয়েছে।

যদিও এ প্রসঙ্গে এনএফ রেলের কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যাত্রী ভর্তি ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ‘বন্দে ভারত’ -এর জানালা এবং দরজার কাছে পাথর ছোঁড়ার পর চিড় ধরে যাওয়ার ঘটনার কয়েকটি ছবিকে ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। এ ব্যাপারে রেল পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন একাংশ যাত্রীরা। এত উচ্চ মানের গতি সম্পন্ন ট্রেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন ‘বন্দে ভারত’ ট্রেনের যাত্রীরা।