বিজেপি করার অপরাধে বাড়ি ও দোকান ভাঙচুর করল তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার পৃথিবা পঞ্চায়েতের আনোয়ার বেরিয়া বিদ্যাসাগর পল্লী এলাকায়।
ওই এলাকার বিজেপি নেতা আশুতোষ মিত্রর একটি চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানে বিজেপি নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আসা যাওয়া করেন। আর সেই কারণেই রবিবার রাতে আশুতোষ মিত্রর দোকান ও বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করছেন বিজেপি কর্মীরা। অভিযোগের তীর তৃণমূল নেতা বিজয় বিশ্বাসের বিরুদ্ধে।
এই বিজয় বিশ্বাস পেশায় একজন তৃণমূল নেতা ও শিক্ষক। ওই ব্যক্তি এলাকায় খারাপ কার্যকলাপ চালায় এমনটাই অভিযোগ স্থানীয়দের। রবিবার রাতে মদ্যপ অবস্থায় আশুতোষ মিত্রর চায়ের দোকান ও বাড়ি ভাঙচুর করেন ওই ব্যক্তি। এই ঘটনার প্রতিবাদে এদিন হাবরা থানায় বিজেপি কর্মীরা জমায়েত করে বিক্ষোভ দেখায়। এরপর ঘটনাস্থলে যায় হাবরা থানার পুলিশ। তবে ঘটনার পর থেকেই থমথমে রয়েছে গোটা এলাকা। এলাকাবাসীর দাবি, শুধু গতকাল ভাঙচুর করা হয়েছে এমনটাই নয় এর আগেও বহুবার এলাকায় দুষ্কৃতীরা তান্ডব চালিয়েছে। তবে উদাসীন প্রশাসন। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাবরা থানার পুলিশ।