৩০ এপ্রিলের মধ্যেই খুন হয়ে যেতে পারেন সলমন খান।
সোমবার রাতে এমন হুমকি পেলেন তিনি! এবার এই বার্তা এসেছে রাজস্থান থেকে। খবর, যোধপুরের ‘রকি ভাই’ এই হুমকি দিয়েছে। ফোন এসেছে ১৬ বছরের এক তরুণের থেকে। সে রাজস্থানের শাহপুরের বাসিন্দা। পুলিশ আপাতত তাকে রাজস্থান থেকে মুম্বই আনার তোড়জোড় শুরু করেছে।
প্রশাসন সূত্রে খবর। কেন এই ধরনের বার্তা তার ফোন থেকেই এল? জানবে মু্ম্বই পুলিশ। খবর ছড়াতেই সংবাদমাধ্যম যোগাযোগ করে মুম্বই পুলিশের সঙ্গে। সেখান থেকে জানানো হয়েছে, সোমবার রাতে মুম্বই পুলিশের কন্ট্রোল রুম একটি ফোন পায়। সেখানেই জনৈক ‘রকি ভাই’ হুমকি দিয়েছেন, ৩০ এপ্রিলের মধ্যে খুন হয়ে যাবেন অভিনেতা।
উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই এক ভিডিয়ো সাক্ষাৎকারে প্রথম খুনের হুমকি দেয়। পরে ই-মেল মারফত গোল্ডি ব্রারের হুমকি আসে। সপরিবারে খুনের হুমকি দেয় সে। এরপরেই নায়ক নিরাপত্তার খাতিরে পরিবার এবং নিজের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনেন। মুম্বই পুলিশ ইতিমধ্যেই অন্ধকার দুনিয়ার দুই ডনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ দায়ের করেছে। বাড়িয়ে দেওয়া হয়েছে সলমনের নিরাপত্তা। তাঁর বাড়ি দেওয়া হয়েছে বাড়তি প্রহরা।