এবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মোকাবিলায় টিকা আনতে চলেছে সেরাম ইনস্টিটিউট। ইতিমধ্যে ভারতের ড্রাগ কন্ট্রোলারের থেকে টিকা তৈরির জন্য ছাড়পত্র পেয়েছে আদর পুণাওয়ালার কোম্পানি।
সেরাম সূত্রে জানা গিয়েছে, কোয়াড্রাভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের এই টিকা বাজারে এলে যে সকল মহিলা গর্ভাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তাঁদের সুস্থ করে তোলা সম্ভব হবে। এমনকি এর বাজার মূল্য অনেক সস্তা হবে বলেই দাবি পুণের ওই কোম্পানির।
সম্প্রতি দেখা গিয়েছে ১৫ থেকে ৪৪ বছরের মহিলাদের মধ্যেই বেশি গর্ভাশয়ে ক্যানসার ধরা পড়ছে। সেই তালিকায় ভারত দু’নম্বরে রয়েছে। ভারতে অতিমারি আসার আগে ২০১৯ সালে এই টিকার পরীক্ষা মূলক ব্যবহার করা হয়েছিল। গোটা ভারতে ৯ থেকে ২৬ বছর বয়সীদের উপরেই তা পরীক্ষা করা হয়েছিল। তৃতীয় পর্যায়ে দেখা গিয়েছে এই টিকার ফলে মানুষের শরীরে জীবনশক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
সাধারণত কৈশোরে যৌনসংসর্গে লিপ্ত হওয়ার আগেই এই ভ্যাকসিনের তিনটি ডোজ দেওয়া গেলে সারভাইক্যাল ক্যানসার প্রতিরোধে তা কার্যকরী হয়। এতদিন পর্যন্ত দেশের বাজারে প্রাপ্ত ক্যাএনসারের দুটি টিকা সার্ভারিক্স এবং গার্ডাসিল এইচপিভি-র দু’টি স্ট্রেনের সঙ্গে মোকাবিলায় উপযোগী। কিন্তু তা বিদেশ থেকেই আনতে হত। এবার সেরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিনটি আনতে চলেছে তা চারটি স্ট্রেনের মোকাবিলায় উপযুক্ত বলেই জানা গিয়েছে।