করোনা সংক্রমনের রিপোর্ট দেশ ব্রেকিং নিউজ

কবে থেকে শুরু ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ

নতুন বছরে ফুল ফর্মে ব্যাট করছে করোনা ।প্রতিদিনই নিজের পুরোন দিনের রের্কডকে ছাপিয়ে যাচ্ছে এই মারন ভাইরাস। বিশেষজ্ঞরা বারবার জোর দিচ্ছেন টিকাকরণে।

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ ছড়ানোর অন্যতম কারণ দেশে বাচ্চাদের টিকাকরণ। সে কারণে খোলা যাচ্ছে না স্কুলও। এর মধ্যেই জানা গেছে, সব ঠিকঠাক থাকলে মার্চেই শুরু হতে পারে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। কারণ ততদিনে এদেশে টিকা পেয়ে যাবে ১৫ থেকে ১৮ বছর বয়সিরা। দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের সংখ্যা হল সাত কোটি ৪০ লক্ষ ৫৭ হাজার। এর মধ্যে তিন কোটি ৪৫ লক্ষ জন কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ পেয়ে গিয়েছে। আগামী ২৮ দিনে তারা দ্বিতীয় ডোজও পেয়ে যাবে। ফেব্রুয়ারিতেই এই বয়সিদের টিকাকরণ শেষ হবে। এর পর শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। দেশে এই বয়সিদের সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি।

তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮, ১৮ জন। অন্যান্য রাজ্যের তুলনায় এখনও মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, তামিলনাড়ু ও কর্ণাটকে সংক্রমণের হার বেশি। ভারতে ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৮৯১। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩১০ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১৭ লক্ষ ৩৬ হাজার ৬২৮ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৫৩ লক্ষ ৯৪ হাজার ৮৮২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।