বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর অভিযোগ। স্বীকৃতি ছাড়াই তৈরি পণ্যকে ওষুধ বলে বিক্রি। এমনটাই বিস্ফোরক অভিযোগ তুলে এবার রামদেবের সংস্থা পতঞ্জলির পাঁচটি ‘ওষুধ’ তৈরি বন্ধ করার নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ডের আয়ুর্বেদ ও ইউনানি লাইসেন্সিং অথরিটি সম্প্রতি দিব্যা ফার্মেসিকে বিভিন্ন ‘ওষুধ’ তৈরি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে।
জানা গিয়েছে, এই ওষুধগুলির প্রক্রিয়াকরণ এবং এর উপযোগিতা আসলে পরীক্ষিতই নয় বলে উত্তরাখণ্ডের আয়ুর্বেদ ও ইউনানি লাইসেন্সিং অথরিটি সূত্রের খবর। কেরলের এক চিকিৎসক পতঞ্জলির বিরুদ্ধে ওই অভিযোগ করেছিলেন। তার অভিযোগের ভিত্তিতেই পতঞ্জলির ওই ওষুধগুলির উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড সরকার। রামদেবের সংস্থাকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এই ওষুধগুলির জন্য নতুন করে তাঁদের অনুমোদন নিতে হবে। তারপরই তারা এগুলি উৎপাদন করতে পারবে। এমনকী ওই ওষুধগুলির বিজ্ঞাপনও দ্রুত বন্ধ করার নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড সরকার।
এই ওষুধগুলি পতঞ্জলি রক্তচাপ, ডায়াবেটিস, গয়টার, গ্লুকোমা, উচ্চ কোলেস্টরেলের ওষুধ বলে বিক্রি করত। এই মর্মে বিজ্ঞাপনও দিয়েছিল। সংস্থাকে বলা হয়েছে, বিপিঘৃত, মধুঘৃত, থাইরোঘৃত, লিপিডোম এবং আইঘৃত গোল্ড ট্যাবলেটের উৎপাদন বন্ধ করতে।