দেশ ব্রেকিং নিউজ

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, লাগাতার ভূমি ধস!

বৃষ্টিতে এমনিতেই বেসামাল উত্তরাখণ্ড, তার ওপর নতুন করে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। বৃষ্টির জেরে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে ভূমিধসের ঘটনা ঘটছে। শনিবার ফের ভূমিধসের ঘটনা ঘটল উত্তরাখণ্ডে।

চামোলি পুলিশ জানিয়েছে, “চামোলি জেলার ভানেরপানি, পুরানো নগর পঞ্চায়েত পিপলকোটি, কাঞ্চনগঙ্গা, ছিঙ্কা পাগলনালা এবং হেলাংয়ের কাছে পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে গিয়েছে।”

আবার রুদ্রপ্রয়াগ পুলিশ জানিয়েছে, “অবিরাম ভারী বৃষ্টির কারণে রুদ্রপ্রয়াগ গৌরীকুন্ড ১০৭ নম্বর জাতীয় সড়ক ডলিয়া দেবী (ফাটা) এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে। তবে রাস্তা পরিষ্কারের কাজ চলছে জোরকদমে।”

উল্লেখ্য, নৈনিতাল-সহ উত্তরাখণ্ডের ৬টি জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ৬টি জেলা হল, নৈনিতাল, বাগেশ্বর, চম্পাবত, আলমোড়া, পিথোরাগড় এবং উধম সিং নগর। এছাড়াও দেহরাদূন, হরিদ্বার, তেহরি ও পাউরি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি জানিয়েছে, উত্তরকাশি, চামোলি এবং রুদ্রপ্রয়াগ জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ।