দেশ লিড নিউজ

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, আটকে ২০০ পূর্ণার্থী!

বর্ষার তাণ্ডবলীলায় ভয়াবহ অবস্থা উত্তরাখণ্ডের কেদারনাথের। গত কয়েকদিন ধরে মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরাখণ্ডের কেদারনাথ, চামোলি, টিহরী। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে হু হু করে বাড়ছে মন্দাকিনী নদীর জলস্তর। বুধবার সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। একনাগাড়ে বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ার রাস্তার বেশ কিছু জায়গায় ধস নামে। এর জেরে প্রায় ২০০-র কাছাকাছি পর্যটক কেদারনাথে আটকে পড়েছেন বলে খবর।

উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট। ভেসে গিয়েছে বহু রাস্তা। উত্তরাখণ্ডের টিহরীতে প্রবল বৃষ্টিতে ধসে যায় একটি হোটেল। মৃত্যু হয় পাঁচ পর্যটকের। টিহরীতে একটি পরিবারের বেশ কয়েকজন সদস্য নিখোঁজ বলে স্থানীয় সূত্রে খবর। নিরাপত্তার কারণে রুদ্রপ্রয়াগ, বাদেশ্বর, চম্পাবত এবং টিহরী জেলার বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টি আর ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পিথোরাগড়-তাওয়াঘাট জাতীয় সড়ক। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের তরফে চূড়ান্ত সতর্কতা জারি করে ধসপ্রবণ এলাকাগুলি থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপাতত কেদারনাথ মন্দির বন্ধ রাখা হয়েছে। খালি করে দেওয়া হয়েছে সোনপ্রয়াগের পার্কিংও। এদিকে, হিমাচলেও ভারী বৃষ্টির জেরে বহু জায়গায় ধস নেমেছে। বৃহস্পতিবার ভোরে মান্ডির থালতুখড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ৯ জন নিখোঁজ বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে এক জনের। হাওয়া অফিস বলছে, আগামী ৪৮ ঘণ্টা উত্তরাখণ্ডের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।