দেশ ব্রেকিং নিউজ

‘‌ধর্ষণের নেপথ্যে মোবাইল ফোন’

ফের এক বিতর্কিত মন্তব্য আছড়ে পড়ল জাতীয় রাজনীতি। তাও আবার করেছেন যোগীর রাজ্যের মহিলা কমিশনের সদস্য। তিনি বলেন, ‘‌ধর্ষণের নেপথ্যে মোবাইল ফোন। মেয়েরা মোবাইল ফোন ব্যবহার করায় বাড়ছে ধর্ষণ।’ এই বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মহিলা কমিশনের এক সদস্যার। যদিও এই মন্তব্যকে তাঁর সহকর্মীরা সমর্থন করেননি।
আলিগড়ে মহিলাদের বিরোধী সংঘটিত অপরাধের শুনানিতে হাজির ছিলেন উত্তরপ্রদেশ মহিলা কমিশনের সদস্যা মীনা কুমারী। তিনি বলেন, ‘‌মেয়েদের হাতে মোবাইল দেওয়া উচিত নয়। মোবাইলের জন্য বাড়ছে ধর্ষণের ঘটনা। মোবাইল হাতে পাওয়ার ফলে অচেনা ছেলেদের সঙ্গে কথা বলতে শুরু করে মেয়েরা। তারপর তাদের সঙ্গে পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার হয় তারা।’‌ তাঁর কথায়, মেয়েদের লালন পালনের ক্ষেত্রে মায়েদের যত্মবান হওয়া দরকার। তাঁর এই মন্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
মোবাইলের জন্য ধর্ষণ বাড়াচ্ছে কেন?‌ ব্যাখ্যা দিয়ে উত্তরপ্রদেশ মহিলা কমিশনের সদস্যা বলেন, ‘‌বিভিন্ন জেলায় রোজ মেয়েদের বিরুদ্ধে ২০–২২টি অপরাধের খবর পাই। তার মধ্যে ৫–৬টি অপরাধের জন্য এই মোবাইল দায়ী থাকে। এই ফোনে বন্ধুত্ব পাতিয়ে মেয়েরা পালিয়ে যায়। পরে নির্যাতিতা হয়। আসলে এখনও গ্রামের মেয়েরা মোবাইল ফোনের সঠিক ব্যবহার জানে না।’