করোনাভাইরাসের জেরে রাজ্যজুড়ে জারি হয়েছে লকডাউন। সেখানে কোভিড বিধিভঙ্গ করায় ১৭ বছর বয়সের এক সবজি বিক্রেতাকে বেধড়ক মারল উত্তরপ্রদেশ পুলিশ। প্রথমে রাস্তায় বেধড়ক মারধর চলে। পরে জেলের ভিতরও মারধর হয় তাঁকে। আর এই মারের চোটেই মর্মান্তিক মৃত্যু হল তাঁর। যোগী রাজ্যের এই ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন অনেকে। শেষপর্যন্ত সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে ২ কনস্টেবল এবং ১ হোমগার্ডকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের বঙ্গারমাও শহরের ভাটপুরী এলাকায়। বাজারে সবজি বিক্রি করত ফয়জল। কিন্তু এখন জারি কার্ফু। এই পরিস্থিতিতে অন্যান্য দিনের মতো এদিনও সবজি বিক্রি করে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ফয়জল। তখনই সেখানে আসে অভিযুক্ত কনস্টেবল এবং তাঁর সহকর্মীরা। কার্ফু অগ্রাহ্য করে কেন ফয়জল রাস্তায়? এই প্রশ্ন তুলে তাঁকে বেধড়ক মারধর করে পুলিশকর্মীরা। স্থানীয়রা বাধা দিলেও তারা শোনেনি। ফয়জলকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। জেলের ভিতরেও বেধড়ক মারধর করা হয় তাঁকে। তারপরর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় উত্তরপ্রদেশ জুড়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে। দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি তোলে মৃত ফয়জলের পরিবারের সদস্যরা। পরিস্থিতি খারাপ হওয়ায় পদক্ষেপ করে পুলিশ। উন্নাও পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, অভিযোগ পাওয়ার পরে ২ কনস্টেবল ও ১ হোম গার্ডকে বরখাস্ত করা হয়েছে। মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।