রীতিমতো হুলুস্থুল কাণ্ড। এরকম ঘটনা বোধ হয় ঘটলো প্রথমবার। মারপিট করতে দেখা গেল বিজেপি-তৃণমূল বিধায়কদের। বগটুই-কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা। সোমবারও বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিক্ষোভ শুরু হয়। তখনই তৃণমূল বিধায়কদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়।
দু পক্ষের মধ্যে হাতাহাতি, চড়, কিল, ঘুষি এমন পর্যায়ে পৌঁছায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।পাল্টা মনোজ টিগ্গা সহ কয়েকজন বিধায়ককে তৃণমূলের বিরুদ্ধে আঘাত করার অভিযোগ উঠেছে।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দীপক বর্মণ, মনোজ টিগ্গা, নরহরি মাহাতোকে সাসপেন্ড করার প্রস্তাব আনে শাসক দল। তাঁদের সাসপেন্ডের দাবি করেন উদয়ন গুহ ও চন্দ্রিমা ভট্টাচার্যরা। প্রস্তাব দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এর পরেই স্পিকার তাঁদের সাসপেন্ড করেন।
বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের নৃশংসতা নিয়ে সোমবার ফের উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা। রামপুরহাট ইস্যুতে আলোচনার দাবিতে গত কয়েকদিন ধরেই বিধানসভায় বিক্ষোভ এবং ওয়াকআউট করছিলেন বিজেপি বিধায়করা। সোমবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। তৃণমূল কংগ্রেস বিধায়কদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ বিজেপি বিধায়করা তৃণমূল কংগ্রেস বিধায়কদের মারধর করে। এমনকী শুভেন্দু অধিকারীও ঘুষি মারেন বলে অভিযোগ।