রাজ্য

শিক্ষক-শিক্ষিকাদের বদলির নয়া নিয়ম

সরকার পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বদলির অনলাইন পদ্ধতি শুরু হল। ‘উৎসশ্রী’ নামক সরকারি পোর্টালের মাধ্যমে এই আবেদন করা যাবে এবার থেকে।
প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই পোর্টালের মাধ্যমে আবেদন করে তাদের বাড়ির কাছের কোনও স্কুলে বদলি হয়ে আসতে পারবেন। তবে যে স্কুলে শূন্যপদ আছে সেখানেই বদলি নিয়ে আসা সম্ভব।

আবেদন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলি জানানো হয়েছে। একবার বদলি নেওয়া শিক্ষক শিক্ষিকারা আগামী পাঁচ বছরের মধ্যে আর আবেদন করতে পারবেন না। এমনকি পূর্বে বদলির নির্দেশ আসার পরও তা প্রত্যাখ্যান করেছেন এমন কেউ আগামী সাত বছরের মধ্যে আর আবেদন করতে পারবেন না। শুধু তাই নয়, যিনি আবেদন করবেন তাঁর বিরুদ্ধে স্কুল বিষয়ক কোন মামলা চললে বা তিনি সাসপেন্ড হয়ে থাকলেও আবেদন করতে পারবেন না।

এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে গেলে কী কী বিষয়ের উপর ভিত্তি করে বদলি সম্ভব তাও স্থির করা হয়েছে। মূলত অসুস্থ্যতা, ৫৭ বছরের বেশি বয়স, শারীরিক ভাবে অক্ষম এবং যে শিক্ষিকাদের সন্তানের বয়স দশ বছরের কম তারাই আবেদনের সুযোগ পাবেন প্রথমে। তবে প্রতিটি ক্ষেত্রেই যে কারণে বদলি চাওয়া হচ্ছে তার প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে পোর্টালে। যারা বাড়ি থেকে দূরে চাকরি করছেন বা স্বামী স্ত্রী দুজন চাকরির কারণে দূরে থাকছেন, সেক্ষেত্রে একজন অপরজনের কর্মক্ষেত্রের কাছাকাছি বদলির জন্যও আবেদন করতে পারবেন।

দীর্ঘদিন ধরেই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বদলি নিয়ে ক্ষোভ ছিল। ফলে এই পদ্ধতি চালু হওয়ায় অনেকেই আশার আলো দেখছেন।