সৌরভকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করার পরে বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে বিজেপি চিন্তার কোনও কারণই দেখছে না। কারণ দিলীপ ঘোষের মতে সৌরভ গঙ্গোপাধ্যায় ‘হিন্দুত্বের মুখ নয়‘। তাঁকে সামাজিক কাজে লাগানো যেতেই পারে। তাঁকে আগে কাজে লাগালে শিল্পেরও পরিবর্তন হত, এমনটাই মনে করছেন বঙ্গের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে রাজনীতিতে সৌরভকে ব্যবহার করলে, তৃণমূলের লাভ হবে না, বিজেপিরও ক্ষতি হবে না – তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, “সৌরভকে চিনতে মমতা ব্যানার্জির এত বছর লাগল? নাকি খুঁজে পাচ্ছিলেন না? ঘর কা মুরগি ডাল বরাবর? ত্রিপুরা সরকার তাঁকে আগেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দিয়েছে। উনি বাংলার ক্রিকেটের জন্য এত করেছেন, তাঁকে চিনতে এতো বছর লেগে গেল? মনে হয় শাহরুখের এখন বাজার নেই। তাই সৌরভের হাত ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা।”