ব্রেকিং নিউজ লাইফস্টাইল স্বাস্থ্য

চুল মজবুত ও শক্তিশালী করতে এভাবে ব্যবহার করুন টক দই

দই হল প্রাকৃতিক কন্ডিশনার। চুল ভিতর থেকে মজবুত ও শক্তিশালী করতে পারে দই। ১ কাপ টক দই, কুড়িটির জবা ফুল এবং ১০টি নিম পাতা একসঙ্গে নিয়ে ভাল করে মিশ্রণ তৈরি করে নিন। এবার এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে পারেন কমলালেবুর রসও। মিশ্রণটি চুলে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এরপর ভাল করে চুল ধুয়ে ফেলুন।

খুশকি কমাতে টক দই খুবই উপকারী। কেননা এতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন, প্রো-বায়োটিকের মতো উপাদান। যা খুশকির সমস্যা দূর করতে ব্যাপক সাহায্য করে থাকে। এক্ষেত্রে ১ কাপ টক দই, ৫ চামচ মেথি গুঁড়ো, ১ চামচ লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তারপর ব্রাশ দিয়ে চুলে লাগান। ৪০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। চুলের গোড়া নরম হয়ে যাওয়ার সমস্যা কমাতেও দই কার্যকর।

চুল পড়ার সমস্যা কমাতে ১ কাপ টক দই, ১টি ডিম, ২ চামচ অলিভ তেল, ৩ চামচ অ্যালোভেরা জেল, ২ চামচ তুলসি পাতার রস, ২ চামচ কারি পাতা বাটা মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এক ঘণ্টা লাগিয়ে রেখে চুল ধুয়ে ফেলুন। এতে চুল অনেকটা মজবুত হবে।