করোনায় আক্রান্ত হলেন উসেইন বোল্ট। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যে কারণে নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন জামাইকার এই স্প্রিন্ট কিংবদন্তি। করোনা উদ্বেগের মাঝেই জন্মদিনের এলাহি পার্টি করেছেন তিনি। যেখানে ছিল না কোনও সামাজিক দূরত্বের বিধি নিষেধ। আর তারপরেই মারণ ভাইরাসে আক্রান্ত জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট বলে খবর।
তাঁর জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের রাহিম স্টার্লিংয়ের মতো একাধিক তারকাও। সেখান থেকেই ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ২১ আগস্ট ৩৪তম জন্মদিন পালন করেছেন উসেইন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিও–তে দেখা যাচ্ছে, সামাজিক দূরত্ব এবং সুরক্ষা বিধির তোয়াক্কা না করেই করোনার মাঝে জনসমাগম। রাতভর চলে বার্থ ডে পার্টি। যেখানে নাকি হাজির ছিলেন ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারও।
বোল্টের এই সংক্রমণ উপসর্গহীন বলে জানা গিয়েছে। রবিবার ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন জামাইকার স্প্রিন্ট স্টার। বাসভবনে তিনি এই মুহূর্তে যে সেলফ–আইসোলেশনে আছেন তা ওই ভিডিও থেকেই স্পষ্ট। তবে তিনি মারণ করোনায় আক্রান্ত কি না, সেই বিষয়ে কোনও মন্তব্য করেনি। শুধুমাত্র জানিয়েছেন, তাঁর শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। বোল্টের তীব্র সমালোচনা করেন নেটিজেনরা। ইতিমধ্যেই বোল্টের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও কোভিড টেস্ট করা হচ্ছে বলে খবর। উল্লেখ্য, সারা বিশ্বের প্রেক্ষাপটে বোল্টের দেশ জামাইকার পরিস্থিতি একটু ভালো। সে দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দেড় হাজারের সামান্য বেশি। সংক্রমণের নিরিখে বিশ্বে এই মুহূর্তে ১৪৫ নম্বর স্থানে আছে তারা।
