করোনা মহামারির কারণে মৃত্যুর মিছিল চলছে পৃথিবীতে। যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ সঙ্কটময় মুহূর্তে আশার কথা শোনালেন। তাদের দাবি, করোনা ভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন তৈরি করে ফেলেছেন তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার গবেষকরা তাদের গবেষণার ফলাফল প্রকাশ করেন। তারা শিগগিরই এই ভ্যাকসিনের উৎপাদনের বিষয়ে আশাবাদী। এই ভ্যাকসিন উল্লেখযোগ্যভাবে রোগের বিস্তারকে প্রভাবিত করতে সক্ষম হবে। ‘ইবোয়ামেডিসিন’ সাময়িকীতে গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, ভ্যাকসিনটি ইঁদুরের দেহে পরীক্ষা করে দেখা হয়েছে। এ সময় এটা যথেষ্ট অ্যান্টিবডি তৈরি করেছে, যা ভাইরাসকে রুখে দিতে সক্ষম। যেহেতু ওই গবেষকরা সার্স ও মার্সের মতো ভাইরাস নিয়ে গবেষণা করেছেন, তাই তাদের পক্ষে দ্রুত ভ্যাকসিন তৈরির পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
পিট স্কুল অব মেডিসিনের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষণা নিবন্ধনের জ্যেষ্ঠ লেখক অ্যান্ড্রিয়া গ্যাম্বোত্তো এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা জানি, নতুন ভাইরাসটির সঙ্গে কোথায় লড়াই করতে হবে।’
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ওই ভ্যাকসিন পরীক্ষা করার জন্য গবেষকরা অনুমতি চাইবেন। আগামী কয়েক মাসের মধ্যেই মানুষের ওপর পরীক্ষা করতে পারবেন বলে তারা আশা করছেন। ওই ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে প্রচলিত ইনজেকশনের বদলে প্যাচ ব্যবহার করা হবে বলে তারা জানিয়েছেন।