আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

এবার করোনা আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের শরীরে কোভিড-১৯-এর মৃদু লক্ষণ দেখা গেছে।

প্রেস সেক্রেটারি জ্যাঁ-পিয়ের বলেন, মার্কিন প্রেসিডেন্টকে টিকা দেওয়া হয়েছে। এর আগেও তিনি দুবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।

৮১ বছর বয়স্ক বাইডেন বুধবার সকালে লাস ভেগাসে তার সমর্থকদের সাথে সাক্ষাত করেছিলেন, তাদের সাথে তিনি কথাও বলেন। তবে বিকেলে তিনি তার বক্তৃতা প্রদানসহ সকল কর্মসূচি বাতিল করেন।

চলতি বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন। এর আগে গত জুনে ট্রাম্পের সাথে বিতর্কে জড়ান। সেসময় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য তাঁর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়। যদিও শীর্ষস্থানীয় অনেক ডেমোক্র্যাট মনে করছেন, তার পক্ষে ট্রাম্পকে হারানো সম্ভব হবে না।

প্রেস সেক্রেটারি পিয়ের আরও বলেন, প্রেসিডেন্ট পরিকল্পনা করছেন, তিনি ডেলওয়ারে তার বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় থাকবেন। তবে ওই অবস্থাতেও তিনি তার সকল দায়িত্ব ও কর্তব্য পালন করে যাবেন।