সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-২০ সম্মেলনে যোগ দিতেই বাইডেন ভারত সফরে আসছেন বলেই জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হবে বাইডেনের প্রথম ভারত সফর। জি-২০-র সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই ভারত সফর নিসন্দেহে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ বৈঠকের মূল অনুষ্ঠান। ওই সম্মেলনে যোগ দিতেই আগামী ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার জি-২০র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের আগে মার্কিন আধিকারিক ডোনাল্ড লু জানান, ‘বাইডেন এই ভারত সফর নিয়ে খুবই উৎসাহী। জি-২০ সম্মেলনের সদস্য হিসাবে এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে।’ কিছুদিন আগেই মার্কিন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় হোয়াইট হাউসে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে দিল্লিতে এবারের জি-২০ সম্মেলন বসতে চলেছে। এবার এই সম্মেলনে সভাপতিত্ব করছে নয়াদিল্লি। ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মেলনে ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও ভারতে আসছেন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন, অর্থ সচিব জ্যানেট ইয়েলেন ও বাণিজ্য সতিব গিনা রাইমন্ডো।