আসন্ন জি-২০ সম্মেলন নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে জি-২০ ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। এই জি-২০ সম্মেলনে যোগ দিতে দু’দিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইতিমধ্যেই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, সম্মেলনের আগেই অর্থাৎ ৭ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ভারতে আসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হবে বাইডেনের প্রথম ভারত সফর। জি-২০-র সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই ভারত সফর নিসন্দেহে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।