আন্তর্জাতিক

চিনের অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে আমেরিকা

ভারতের পর এবার আমেরিকায় নিষিদ্ধ হতে পারে বেশ কয়েকটি চিনের অ্যাপ। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। ফলে শক্তিধর দেশের এই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেলে বেশ বেকায়দায় পড়ে যাবে চিন। মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও জানান, আমেরিকাও টিকটক–সহ চিনের অ্যাপ ব্যান করার কথা ভাবছে। ট্রাম্প প্রশাসন গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।
আমেরিকার টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে পম্পেয়ো বলেন, ‘‌আমেরিকা যুক্তরাষ্ট্র টিকটক–সহ চিনের সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার বিষয়টি অবশ্যই দেখছে।’‌ তথ্য নিরাপত্তার স্বার্থে গত ৩০ জুন টিকটক–সহ ৫৯টি অ্যাপকে নিষিদ্ধ করেছে ভারত সরকার। একদিনের মধ্যে প্লে স্টোর থেকে সরে যায় অ্যাপগুলি। ভারতের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল আমেরিকা। এবার মাইক পম্পেও বলেন, ‘‌আমি প্রেসিডেন্টের আগে এই বিষয়ে আগবাড়িয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে এই ধরনের চিনের অ্যাপগুলি নিষিদ্ধ করার কথা আমরা ভাবছি। কয়েকটি অ্যাপ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাও রয়েছে।’‌
তাহলে কি আমেরিকাও এবার এই পথে? সূত্রের খবর, টিকটক সংস্থা হংকংয়ে নিজেদের বাজার বন্ধ করেছে। চিনের নতুন জাতীয় নিরাপত্তা আইন এনে হংকংয়ের স্বায়ত্ত শাসনের কোমর ভেঙে দিয়েছে জিনপিং প্রশাসন। নতুন আইন এনে সেন্সর করার পাশাপাশি গ্রাহক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ চিনা সরকারের বিরুদ্ধে। তাই হংকংয়ে ঝাঁপ টেনেছে টিকটক। এমনটাও অভিযোগ উঠছে, যে অ্যাপগুলি চিনে পাওয়া যায় না, সেই অ্যাপগুলি সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টাও চলতে পারে।