এবার দুর্গার ছবিকে কেন্দ্র করে তেতে উঠল আমেরিকা। বিতর্ক দানা বেঁধেছে কমলার বোনঝি মীনার একটি পোস্ট নিয়ে। তিনি টুইটারে এমন একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দুর্গারূপে কমলা, অসুররূপে ট্রাম্প এবং সিংহরূপে বাইডেনকে দেখা যাচ্ছে। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন। তার আগে এই ছবি দেখে ক্ষুব্ধ দেশের হিন্দু সংগঠনগুলি।
এদিকে এই ছবি ভোটের মুখে বিপাকেই ফেলল ডেমোক্র্যাটদের। এখন নবরাত্রি চলছে। এখন মার্কিন–হিন্দু ভোট ব্যাঙ্কের কথা ভোলেনি তারা। এই ছবিকে হাতিয়ার করেই তারা ধর্মীয় অনুভূতি উস্কে দেওয়ার কৌশল করেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই কৌশল উল্টে অস্বস্তিই বাড়াল জো বাইডেন–কমলাদের। এমন ছবি পোস্ট করার জন্য ক্ষমা চাইতে হবে কমলার বোনঝিকে বলে দাবি তুলে সোচ্চার হয়েছে হিন্দু সংগঠনগুলি। তীব্র সমালোচনার জেরে ছবিটি টুইটার থেকে সরিয়ে দিয়েছেন মীনা।
অন্যদিকে ছবিটির বিষয়ে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা দুর্গার মুখ সুপারইম্পোজড করে যেভাবে ব্যঙ্গচিত্রটি তৈরি করা হয়েছে, তাতে হিন্দুরা ব্যাথিত হয়েছেন। হিন্দু আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বলেছে, মীনার টুইটের আগেই এই ছবি হোয়াটসঅ্যাপে ছড়ানো হয়েছে। এখানের সংস্কৃতিমনস্কদের একাংশ বলেছেন, এমন ব্যঙ্গ করে যদি ভোটপিয়াসিরা ভাবেন হিন্দু–ভোট তাঁরাই পাবেন, তা হলে তাঁরা আর একবার ভাবুন।