আন্তর্জাতিক

ভারতকে ভেন্টিলেটর দেবে আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করলেন। করোনা মোকাবিলায় ভারত যে পদক্ষেপ করেছে তার প্রশংসা করে একটি টুইট করেছেন ট্রাম্প। তিনি লেখেন, ‘‌গোটা বিশ্ব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুঃসময়ে আমরা ভারতকে পাশে পেয়েছি। আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের হাতে ভেন্টিলেটর তুলে দেবে আমার দেশ।’‌
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের ভালো বন্ধু হিসাবে ব্যাখ্যা করে ভারতের প্রতি এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান তিনি। শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে চিনকে অতিক্রম করে গিয়েছে ভারত। চিনে মারণ ভাইরাসে এখনও পর্যন্ত ৮২ হাজার ৯৩৩ জন আক্রান্ত। ভারতে সেই সংখ্যা ৮৫ হাজার পার হয়ে গিয়েছে। ট্রাম্প আরও আশ্বাস দিয়েছেন, এই বছরের শেষেই করোনার টিকা বাজারে চলে আসবে। এই বিষয়টির দেখভালের দায়িত্বে রয়েছেন একজন বর্যীয়ান প্রাক্তন ফার্মা এক্সিকিউটিভ। প্রবাসী ভারতীয়দের প্রশংসায় ট্রাম্প বলেন, ‘‌আমেরিকায় বিরাট সংখ্যক ভারতীয় বসবাস করেন, তাঁরা অনেকে করোনা টিকা তৈরিতে ব্যস্ত। এঁরা শ্রেষ্ঠ বৈজ্ঞানিক এবং গবেষক।’‌
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, আমরা ভারতের উদ্দেশ্যে প্রচুর সংখ্যক ভেন্টিলেটর পাঠাচ্ছি। আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। আমরা ইতিমধ্যেই বেশ কিছু ভেন্টিলেটর ভারতে পাঠিয়েছি। আমাদের দেশে ভেন্টিলেটরের সরবরাহ অনেক বেশি রয়েছে। গত মাসে ট্রাম্পের অনুরোধে সাড়া দিয়ে ভারত করোনা চিকিৎসার জন্য আমেরিকায় প্রায় পাঁচ কোটি হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানিতে সায় দিয়েছিল। ট্রাম্প বলেন, ‘সকলের চাহিদার কথা মাথায় রেখে ভেন্টিলেটরের উৎপাদন বাড়াচ্ছি আমরা। নিজেদের চাহিদা পূরণ করার পাশাপাশি অন্য দেশগুলিকেও সাহায্য করব।’‌