কবুল বিমানবন্দরের বাইরে পরপর তিনটি আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল দিন দুয়েক আগেই। তাতে ১৩ জন মার্কিন সেনা সহ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭০ জনের। আহত শতাধিক। এই হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-খোরাসান জঙ্গিগোষ্ঠী। ঘটনায় ১৩ মার্কিন কোর কমান্ডো জওয়ানের মৃত্যুর পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন এর বদলা নেওয়া হবে। ঘোষণার ৭২ ঘন্টা হওয়ার আগেই বদলা নিল আমেরিকা। তাঁদের দাবি, আফগানিস্তানের মাটিতে আইএস (IS-K) জঙ্গিগোষ্ঠীর ডেরায় ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনা। তাতে এই কবুল বিস্ফোরণের মূল চক্রী নিহত হয়েছে।
উল্লেখ্য, কবুল বিস্ফোরণের পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাজির হন সেদেশের প্রধান সামরিক দফতর পেন্টাগনে। সেখানেই তিনি ওয়াররুমে বসে বিস্তারিত আলোচনা করেন পেন্টাগনের শীর্ষকর্তাদের সঙ্গে। এরপরই তিনি ব্যথিত কণ্ঠে ঘোষণা করেছিলেন ‘যারা এই হামলা চালিয়েছে, যারা আমেরিকার ক্ষতি চায়, তাদের আমরা জানি। আমরা তাদের ক্ষমা করব না। আমরা তাদের ছাড়ব না। আমরা তোমাদের খুঁজে বের করব এবং এর মূল্য চোকাতেই হবে’। তার এক দিন পেরতে না পেরতেই কাবুল বিস্ফোরণের মূল চক্রীকে খতম করার দাবি করল আমেরিকার সেনা।
You must be logged in to post a comment.