সব সময় খবরের শিরোনামে থাকতে ভালোবাসেন উরফি জাভেদ। নিন্দুকের মুখে ছাই ঢেলে বারবার নিজেকে নতুন এক অবতারে হাজির করেন উরফি। এনার পোশাকে সব সময়ই একটা সাহসী আবেদন থাকে, এবার ফের স্বচ্ছ পোশাকে ধরা দিলেন ক্যামেরার সামনে।
উরফির এই নতুন পোশাককে ‘ড্রাগন ড্রেস’ বলাই যায়। কারণ যেটুকু অংশে কালো করে ড্রাগন আঁকা শুধু সেটুকুই ঢাকা। বাকি অংশ পুরোপুরি স্বচ্ছ। যাতে সোশ্যাল মিডিয়া তারকার গোটা শরীর সুস্পষ্ট। এমন পরিস্থিতিতেই গাড়ি থেকে নেমে ক্যামেরার সামনে পোজ দেন উরফি।
উরফির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে কেউ উরফিকে ‘নির্লজ্জ’ বলেছেন, কেউ আবার জুতো দিয়ে তাঁকে মারার ইচ্ছেও প্রকাশ করেছেন। তবে এসব মন্তব্য তার কাছে কিছু নয়। নিজের মতো থাকতে পছন্দ করেন তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন উরফি। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘বিগ বস ওটিটি-র’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি।