বাংলাদেশ

বাজেয়াপ্ত বিপুল চোরাই ইউরেনিয়াম

ঢাকার রামপুরা এলাকার একটি বাড়ি থেকে আনুমানিক ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়াম উদ্ধার করেছে এলিটফোর্স ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (ব়্যাব)। কেন তা মজুত করা হয়েছিল?‌ কোথায় তা পাচার করার ছক ছিল?‌ তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ঢাকায় তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম বেচা–কেনায় জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে দুই পাউন্ড ওজনের ইউরেনিয়ামও বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দা পুলিশের উপ–কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘‌আমরা যাদের আটক করেছি তারা এটিকে ইউরেনিয়াম বলে দাবি করেছে। তাই আমাদেরও ধারণা তা ইউরেনিয়াম।’‌ পুলিশের দাবি, ঢাকার বাইরে থেকে এসব পদার্থ সংগ্রহ করা হয়। আটক ব্যক্তিরা একটি নেটওয়ার্কের সদস্য।
ব়্যাবের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পূর্ব রামপুরার একটি বাড়িতে তারা অভিযান চালায়। সেখানে ইউরেনিয়াম উদ্ধার হয়। তিনজন ইউরেনিয়াম ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতরা ব়্যাবকে জানিয়েছে, তারা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করে। দীর্ঘদিন ধরেই তারা ইউরেনিয়াম ক্রয়–বিক্রয়ের ব্যবসা করছিল। ব়্যাব–১০ এর উপ–অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, তারা কোথা থেকে ইউরেনিয়াম কিনেছে, কাদের কাছে বিক্রি করত, সেই পুরো চক্রটিকেই আমরা আটক করার চেষ্টা করছি। চামড়ার যে বাক্সে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে, সেটির গায়ে লেখা রয়েছে, ইউরেনিয়াম অ্যাটমিক এনার্জি মেটালিক এলিমেন্ট, অ্যাটমিক ওয়েট ২২২.০৭ (এ) ২ এলবি ল্যাবপ্রস।
উল্লেখ্য, আগেও পশ্চিমবঙ্গ সীমানা থেকে অদূরে বাংলাদেশের নগাওঁ জেলায় ইউরেনিয়াম উদ্ধার করা হয়েছে। ওই চক্রের সঙ্গে যোগ রয়েছে আল কায়দা–সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের। ছোট আকারের হলেও আণবিক বোমা তৈরির চেষ্টা করছে জঙ্গিরা।