ব্রেকিং নিউজ রাজ্য

ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যঃ বাস সার্ভিস কর্তাদের সাথে কি কথা হল পরিবহন মন্ত্রীর?

ক্রমাগত উর্ধ্বমুখী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে মাথায় হাত মধ্যবিত্তের। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ।

পেট্রোল-ডিজেলের দাম সেঞ্চুরি পার করে ফেলেছে দেশে। আকাশ ছোঁয়া পেট্রোল-ডিজেলের ওপর নির্ভর করে রাস্তায় গাড়ি চালাতে নাভিশ্বাস পড়তে শুরু করেছে বাস মালিকদের। বিকল্প পথ খুঁজতে এদিন রাজ্য পরিবহণ নিগমের দপ্তরে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে বসলেন সাউথ সুবারবন বাস সার্ভিসের কর্তারা।

সংস্থার সম্পাদক টিটু সাহেব জানান, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এর সঙ্গে এ দিনের বৈঠকে মূলত সিএনজিতে কনভার্ট করার বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে। সিএনজি চালিত বাসের মূল দামের উপর ২৫% ছাড়ছে আবেদন করা হয়েছে সংস্থার পক্ষ থেকে পরিবহন মন্ত্রীর কাছে। যেহেতু আসামে সিএনজিচালিত বাস চালানোর ক্ষেত্রে সেখানের সরকার ২৫% ছাড় দেওয়ার ব্যবস্থা করেছে সেই অনুযায়ী এ রাজ্যে বাস মালিকদের স্বার্থের কথা ভেবে ২৫% ছাড় দিলে তারা উপকৃত হবেন এমনটাই জানিয়েছেন। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বিষয়টি নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের কাছে অ্যাপ্রুভাল এর জন্য ফাইলটি পাঠিয়েছেন বলে জানান টিটু সাহা।

পাশাপাশি বেশ কিছুদিন ধরে ২৪A/1 রুটের বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিয়েও এদিন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের দৃষ্টি আকর্ষণ করলে তিনি অতি দ্রুত বাসগুলির সিএফ আপডেট করিয়ে রাস্তায় নামার বিষয়ে ছাড়পত্র দেন বলেও এদিন জানিয়েছেন সাউথ সুবারবন বাস সার্ভিসের সম্পাদক।