করোনা সংক্রমনের রিপোর্ট রাজ্য লিড নিউজ

ফের রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

ফের রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ এবসং দৈনিক মৃতের সংখ্যাও। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। তবে বেড়েছে সুস্থতার হার।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২৮জন। কলকাতাতেও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। সেখানে ২০৬ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। দক্ষিণবঙ্গের দুই জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও বেশ খানিকটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ২১ হাজার ৯৯৮ জন। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ৯ জন এর। বর্তমানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫৮৪ জন। অ্যাকটিভ কেস ৭ হাজার ৫৭৪ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ১.৬৪ শতাংশ।

এদিন করোনাকে জয় করে ঘরে ফিরেছেন ৬১০ জন। মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯৪ হাজার ৮৪০ জন। এদিন ৩৮ হাজার ২৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৬ লক্ষ ৮৫ হাজার ৫০ জনের কোভিড টেস্ট হয়েছে।

করোনা মোকাবিলায় টিকাকরণকে হাতিয়ার করে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল গোটা দেশ কিন্তু তারই মধ্যে ফের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। এরই মধ্যে ব্রিটেন ফেরত এক তরুণীর করোনা রিপোর্ট পজিটিভ। যা রাজ্যের জন্য আরো চিন্তার কারণ। যদিও তিনি করোনার নতুন স্ট্রেন ওমিক্রনে আক্রান্ত কিনা, তা এখনও জানা যায়নি। তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা দেশে ২৫ জন করোনার নতুন স্ট্রেন ওমিক্রনে আক্রান্ত।