জেলা ব্রেকিং নিউজ

গোবরডাঙায় রহস্যময় শ্বেত শিবলিঙ্গ উদ্ধার ঘিরে শোরগোল

গোবরডাঙায় পুকুর থেকে উদ্ধার হল রহস্যময় একটি শ্বেত শিবলিঙ্গ। দুটি শিশু পুকুর থেকে প্রথমে এই শিবলিঙ্গটি উদ্ধার করে। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই হুলুস্থূল পড়ে যায় স্থানীয়দের মধ্যে। এরপর এই শিবলিঙ্গটির দায়িত্ব নেন স্থানীয় গোসাই নারায়ণ সাধু।

স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী, এই শ্বেত শিবলিঙ্গটিকে রাখতে গ্রামের এক বটতলার নিচে বেদি করে স্থাপন করা হবে। এক গ্রামবাসী জানিয়েছেন, “আমরা বট গাছের নিচে একটি বেদি নির্মাণ করেছি। এখানেই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হবে। এরপর একটি শেড লাগানো হবে।”

আরো এক গ্রামবাসী জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি শ্বেত বাবাকে এই বটতলাতেই প্রতিষ্ঠা করা হবে। এখানেই আমরা সারা জীবন এনাকে পুজো করবো। আমাদের বিশ্বাস এই শিবলিঙ্গের ফলে উন্নতি হবে আমাদের গ্রামের।”

উল্লেখ্য মূর্তি উদ্ধারের চাহর হতেই আশপাশের গ্রামে মানুষের মধ্যেও কৌতুহল তৈরি হয়। অগণিত মানুষ ভিড় জমান এই মূর্তি দর্শন করার জন্য। এরপর জয়ধ্বনি দিতে দিতে এই মূর্তি রাখা হয় বটতলায়। গোবরডাঙ্গা জুড়ে এখন সকলের মুখে মুখে ঘুরছে এই শ্বেত শিবলিঙ্গের কথা।